ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

নাসের এজাজ বিজয় আইসিসিবির সহসভাপতি

নাসের এজাজ বিজয় আইসিসিবির সহসভাপতি

Advertisement
Advertisement

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ২০:০২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ২০:০২

নাসের এজাজ বিজয় আইসিসি বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের সভায় সংগঠনের সহসভাপতি নির্বাচিত হন তিনি। 

গতকাল বুধবার আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নাসের এজাজ বিজয় বর্তমানে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি। এ ছাড়া তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক হিসেবে দায়িত্বরত।

আরও পড়ুন