- অর্থনীতি
- ওরিয়ন ফার্মার ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ওরিয়ন ফার্মার ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর বুধবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শফিকুর রহমান ও এ.এন.এম. আবুল কাশেম, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সমরেশ বনিক।
সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ৩০ জুন ২০২০ তারিখের সমাপ্ত হওয়া অর্থ বছরের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন