বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী ইইউ

সােমবার এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ০৯:০৫
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গতকাল সোমবার রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউর রাষ্ট্রদূত।
বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ৪৫ শতাংশ গেছে ইউরোপে।
মাহবুবুল আলম প্রস্তাবিত কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমে (সিবিএএম) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে জিএসপি প্লাস মর্যাদা নিশ্চিতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। তিনি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন।
- বিষয় :
- এফবিসিসিআই
- ইউরোপীয় ইউনিয়ন
- বাণিজ্য