ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

দুই দিনব্যাপী এনইএলসিসি এক্সপোর উদ্বোধন

দুই দিনব্যাপী এনইএলসিসি এক্সপোর উদ্বোধন

--

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৮:০৬

নতুনধরা গ্রুপের উদ্যোগে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলকুশা হলে দুই দিনব্যাপী এনইএলসিসির এক্সপোর উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী ও পরিচালক শাহীন মিঞা সিকদার। এক্সপোতে গ্রাহকরা বিশেষ ছাড়ে শেয়ার কেনার মাধ্যমে নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের মালিকানা এবং আজীবন হালাল আয়ের সুযোগ পাবেন।

whatsapp follow image

আরও পড়ুন

×