বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান পিডব্লিউসি ২০২৩ সালের জুন মাসে সমাপ্ত অর্থবছরে ৫ হাজার ৩১০ কোটি মার্কিন ডলার আয় করেছে; যা এর আগের অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি। রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নেওয়া এবং ২০২২ অর্থবছরের শেষ প্রান্তিকে ‘গ্লোবাল মবিলিটি’ বিক্রি সত্ত্বেও রাজস্ব বৃদ্ধি সারাবছর ক্রমবর্ধমান ছিল।
এ প্রসঙ্গে পিডব্লিউসির গ্লোবাল চেয়ারম্যান বব মরিটজ বলেন, ‘আমাদের অংশীজনের উন্নতির জন্য এবং ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করার যে মানসম্পন্ন পরিষেবাগুলো জোগান দেওয়া দরকার সেগুলোর ওপর গুরুত্ব প্রদান আমাদের জন্য আরও একটি সফল বছর অতিক্রম করতে সহায়তা করেছে। যেহেতু আমরা ১৭৫তম বার্ষিকীতে এসেছি, সেহেতু আমাদের নেটওয়ার্কের ভবিষ্যতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছি। কৌশলগত অধিগ্রহণের পাশাপাশি আমাদের কর্মশক্তিকে প্রসারিত এবং একটি বিস্তৃত ও বৈচিত্র্যময় পরিসরের প্রতিভাবানদের আকর্ষিত করতে পেরেছি। বিশ্বজুড়ে গ্রাহকদের সর্বোত্তম মানের পরিষেবা সরবরাহ এবং সব সহকর্মীর ওপর গুরুত্ব প্রদানই আমাদের সাফল্যের ভিত্তি। গত বছরে আমাদের সহকর্মীরা যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখিয়েছেন তার জন্য আমি গর্বিত।’