বিনিময় হারে এবিবি বাফেদার মডেল থেকে বেরোতে হবে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৮:০০
ডলারের বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর মাধ্যমে দর ঠিক করার মডেল বাজারে সমস্যা করছে। এখনই পুরোপুরি বাজারের ওপর না ছাড়লেও ওই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। একইভাবে সুদহার ব্যবস্থা আরও নমনীয় করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন।
চলমান অর্থনৈতিক সংকট নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল ড. জাহিদ হোসেনকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে বৈঠকে ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতে অর্থনৈতিক পরিস্থিতির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ড. জাহিদ হোসেন। তাঁর মতে, অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট এবং ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণ কমানো প্রধান চ্যালেঞ্জ। বৈঠক শেষে ড. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংক প্রধান চ্যালেঞ্জ হিসেবে যে তিনটি বিষয় চিহ্নিত করেছে, তার বিবেচনায়ও একই ধরনের চ্যালেঞ্জ।
তিনি বলেন, সুদ হারের ক্ষেত্রে মুদ্রাবাজারের জন্য যে করিডোর দেওয়া হয়েছে তার উৎকর্ষ বাড়াতে হবে। স্মার্ট রেট আরও কীভাবে বাজারে প্রভাব ফেলতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এছাড়া শ্রেণীকৃত ঋণের বাইরে অন্যান্য দুর্দশাগ্রস্ত ঋণ চিহ্নিত করে ফিন্যান্সিয়াল স্টাবিলিটি রিপোর্ট প্রকাশের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বিনিময় হার ব্যবস্থা সংস্কার করলে জোগান বাড়বে। বাংলাদেশ ব্যাংক বলেছে, গত বছর ৫৫ বিলিয়ন রপ্তানি হলেও ৪৬ বিলিয়ন প্রত্যাবাসিত হয়েছে। এ ৯ বিলিয়ন ডলারের পার্থক্য অস্বাভাবিক। সব সময় ২ বিলিয়নের মতো একটা পার্থক্য থাকতে পারে। অনিশ্চয়তার কারণে না আসতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে। তবে তাঁর মনে হয়, নির্বাচনের আগে অনিশ্চয়তার পাশাপাশি বিনিময় হার পদ্ধতিও একটি কারণ হতে পারে। কেননা, থেমে থেমে যেভাবে বিনিময় হার ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে তাতে বসে থাকলেই বেশি দর পাওয়া যাচ্ছে। এছাড়া রেমিট্যান্স আনতে লোকসানে ডলার বিক্রিতে ব্যাংক উৎসাহী হবে না বলে তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতির বিষয়ে ব্যাখ্যা করা হয়।