ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ব্যাংকের মুনাফা বাড়লেও কমেছে বীমা খাতে

ব্যাংকের মুনাফা বাড়লেও  কমেছে বীমা খাতে

.

Advertisement
Advertisement

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২৩:৪১

গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সামগ্রিকভাবে মুনাফা বাড়লেও কমেছে বীমা খাতের। ন্যাশনাল ব্যাংকের বড় অঙ্কের লোকসান বাদ দিলে ব্যাংক খাতের তালিকাভুক্ত বাকি ৩৪ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। একই সময়ে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের ৪১ কোম্পানির মুনাফা সাড়ে ৪ শতাংশ কমেছে।

এদিকে বরাবরের মতো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশিরভাগ কোম্পানি লোকসানের ধারায় ছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত এ খাতের তালিকাভুক্ত ২৩ কোম্পানির মধ্যে ১৬টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৯টির মুনাফা সত্ত্বেও গত বছরের প্রথম ৯ মাসের চলতি বছরের ৯ মাসে লোকসান দ্বিগুণ হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ন্যাশনাল ব্যাংক বাদে বাকি ৩৪ ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৬৩৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৫১১ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৯ মাসে এসব ব্যাংকের  নিট ৭ হাজার ৫৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ হাজার ৩১৭ কোটি টাকা। 

পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আল-আরাফাহ্, ব্র্যাক, সিটি, ইস্টার্ন, গ্লোবাল ইসলামী, মিডল্যান্ড, প্রাইম, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড এবং উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ২০ শতাংশের বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের হিসাবে ব্র্যাক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, মিডল্যান্ড, প্রাইম এবং রূপালী ব্যাংকের মুনাফায় ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

পর্যালোচনায় আরও দেখা গেছে, সর্বশেষ প্রান্তিক এবং বছরের ৯ মাসের মুনাফায় ধারাবাহিকতা নেই উল্লেখযোগ্য ব্যাংকের। মুনাফা হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রেও একেক ব্যাংকের ক্ষেত্রে একেক কারণ দেখা গেছে। টেকসই প্রবৃদ্ধি ধারায় ছিল প্রাইম ব্যাংক। এ ব্যাংক তার মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখ্যায় জানিয়েছে, আলোচ্য সময়ে নিট সুদ আয় এবং বিনিয়োগের বিপরীতে মুনাফা বেড়েছে। আবার আল-আরাফাহ্ ব্যাংক বলছে, বিনিয়োগের বিপরীতে প্রভিশনিং গত বছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে কমেছে। তৃতীয় প্রান্তিকের মুনাফা বৃদ্ধির ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করেছে ব্যাংকটি।
এদিকে সাধারণ বীমা খাতের ঢাকা ইন্স্যুরেন্স ছাড়া তালিকাভুক্ত বাকি ৪১ বীমা কোম্পানি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর সবই কম-বেশি মুনাফা করেছে। তবে তৃতীয় প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি ছিল ১৫টিতে, কমেছে ২৪টির। আর বছরের ৯ মাসের হিসাবে ১৪টির মুনাফা বেড়েছে; কমেছে ২৭টির।

তালিকাভুক্ত ৪১ সাধারণ বীমা কোম্পানির সর্বশেষ প্রান্তিকে নিট ১৩০ কোটি টাকা মুনাফা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৩৭ কোটি টাকা। মুনাফা কমেছে সাড়ে ৪ শতাংশ। তা ছাড়া জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে এসব কোম্পানির নিট মুনাফা হয়েছে ৪৩৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৬০ কোটি টাকা। বছরের প্রথম ৯ মাসের হিসাবে মুনাফা কমেছে পৌনে ৬ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে মুনাফায় ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল, সিটি জেনারেল, গ্রিন ডেল্টা, ফিনিক্স, প্রাইম, প্রভাতী, রিলায়েন্স, সেনা কল্যাণ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের। বিপরীতে মুনাফা ২০ শতাংশের বেশি কমেছে এশিয়া, ক্রিস্টাল, ইস্টার্ন, ইস্টল্যান্ড, এক্সপ্রেস, ফেডারেল, ইসলামিক কমার্শিয়াল, জনতা, মেঘনা, মার্কেন্টাইল, প্যারামাউন্ট, প্রগ্রতি, পূরবী জেনারেল এবং রূপালী ইন্স্যুরেন্সের। অর্থাৎ মুনাফা হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যা তুলনামূলক বেশি। উদাহরণস্বরূপ প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা গত প্রান্তিকে উল্লেখযোগ্য হারে কমেছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বীমা কোম্পানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৭ পয়সা। আবার জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের ইপিএস হয়েছে ৩ টাকা ০১ পয়সা, যা গত বছর ছিল ৪ টাকা ৬৩ পয়সা।
মুনাফা কমার ব্যাখ্যায় প্রগতি ইন্স্যুরেন্স বলেছে, আলোচ্য সময়ে প্রিমিয়াম কমেছে, বিপরীতে বেড়েছে বীমা দাবি পরিশোধ। ইস্টার্ন ইন্স্যুরেন্সসহ অন্য কোম্পানিগুলোও প্রায় একই ব্যাখ্যা দিয়েছে।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের তালিকাভুক্ত কোম্পানি ২৩টি। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে মুনাফায় ছিল বিডি ফাইন্যান্স, ডিবিএইচ, আইডিএলসি, আইপিডিসি, লংকাবাংলা, ন্যাশনাল হাউজিং এবং ইউনাইটেড ফাইন্যান্স।

আরও পড়ুন