ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

বাজারে হোন্ডার এসপি ১২৫ মোটরসাইকেল

বাজারে হোন্ডার  এসপি ১২৫  মোটরসাইকেল

শনিবার বিআইসিসিতে হােন্ডার নতুন মােটরসাইকেলের উদ্বােধন অনুষ্ঠানে কর্মকর্তারা ফটাে রিলিজ

Advertisement
Advertisement

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ২২:২৫

হোন্ডা বাংলাদেশ প্রথমবারের মতো প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও বিচিত্র বৈশিষ্ট্যের পিজিএম-এফ আই ইঞ্জিনের নতুন এসপি-১২৫ বিএস-সিক্স মোটরসাইকেল বাজারে এনেছে। শনিবার ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর উদ্বোধন করেছে হোন্ডা।  

অনুষ্ঠানে হোন্ডা বাংলাদেশের এমডি ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এ মোটরসাইকেল আনতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে গ্রাহকদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত এবং হোন্ডাব্র্যান্ডের প্রতি আস্থা ও নির্ভরশীলতা বাড়বে বলে তারা বিশ্বাস করেন। 
অনুষ্ঠানে আরও জানানো হয়, ১ লাখ ৬৩ হাজার টাকায় দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে এসপি-১২৫ পাওয়া যাচ্ছে। এর ৪টি ভিন্ন রং রয়েছে। এগুলো হলো– পার্ল সাইরেন ব্লু, ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক।

কোম্পানির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, নতুন মোটরসাইকেল উন্নত স্মার্ট পাওয়ার প্রযুক্তিসমৃদ্ধ। এতে রয়েছে বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তি, প্রিমিয়াম স্টাইল, বাড়তি আরামসহ নানা সুবিধা। নতুন ওবিডি-২ কমপ্লায়েন্ট এসপি-১২৫ গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব এবং উন্নত জ্বালানি দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে বলে তাঁর বিশ্বাস।

অনুষ্ঠানে জানানো হয়, এসপি-১২৫ মোটরসাইকেল প্রতি লিটারে ৬৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ সুবিধা। এতে রয়েছে ডিজিটাল মিটার, যা চলমান অবস্থায় রাইডারকে ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ, ক্লক, অন-বোর্ড ডায়াগনস্টিক লাইট ইত্যাদি বিষয়ে অবগত করে। এক্সটার্নাল ফুয়েল পাম্প জ্বালানি ট্যাঙ্কের বাইরে লাগানো থাকে। ফলে আরও সহজে এর রক্ষণাবেক্ষণ করা যায়।  

আরও পড়ুন