নারীদের নতুন উদ্যোগ নেওয়ার আহ্বান
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন

.
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ | ২২:৪০
প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীদের উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের কার্যক্রমকে উদযাপনের জন্য দিবসটি পালন করা হয়। সাম্প্রতিক বিশ্বে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এ বছর দিবসটি পালিত হয়। ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার রুফটপ অডিটোরিয়ামে গত শনিবার বিকেলে নারী উদ্যোক্তাদের মিলনমেলার আয়োজন করা হয়।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তাবিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না চাকরি দেব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট ও উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকা, গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টার, মাইডাস ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর আয়োজন করে। আয়োজনের সহযোগিতায় ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কাজ৩৬০, ক্রিয়েটিভ সফট টেকনোলজি, এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, উইমেন অ্যান্ড ই-কমার্স, হালফ্যাশন, নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি ও পেন্সিল।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন প্রচলিত ঘরানার বাইরে এসে নারীদের আরও নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
মাইডাসের চেয়ারম্যান জাহিদা ইস্পাহানী বলেন, গতানুগতিক জীবনযাপনের বাইরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে উৎপাদনমুখী উদ্যোক্তা এবং তৈরি পোশাক খাতে এ দেশের মেয়েদের অংশগ্রহণ বহির্বিশ্বে নিয়মিতভাবে আরও অনেক বেশি গর্বিত করে তুলছে।
এ ছাড়া মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল বাশার, পরিচালক ড. এস এম আকবর, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন প্রমুখ এ আয়োজনে উপস্থিত ছিলেন।