- অর্থনীতি
- এম জি আই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিক আনোয়ার
এম জি আই-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিক আনোয়ার

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এম জি আই) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিক আনোয়ার।
অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টস জগতের অন্যতম উদীয়মান তারকা যিনি বিদেশের মাটিতে তার অদম্য গতি ও দৃঢ়তার সাথে বাংলাদেশকে উপস্থাপন করেছেন।
ইতিমধ্যে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইউএই প্রো চ্যাম্পিয়ন্স GT 86 ক্যাটাগরির P-1 কোয়ালিফাই ও জয়লাভ করেন এবং এম জি আই তার এই দুর্দান্ত জয়ে সহযোগী হিসাবে পাশে ছিল।
সম্প্ৰতি এই রেসটি অনুষ্ঠিত হয় দুবাইয়ের ঐতিহাসিক অটোড্রোম রেস ট্র্যাকে যা সুপরিচিত তার উচ্চগতির ও অত্যাধুনিক ট্র্যাকের কারণে।
অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মোটরস্পোর্টস বিজয়ী এবং বাংলাদেশ র্যালিক্রস ২০১৪, ২০১৫, ২০১৬ এর বিজয়ী এবং তার পাশাপাশি তিনি প্রথম বাংলাদেশি হিসেবেমালয়েশিয়া F-1 ট্র্যাকে তৃতীয় স্থান লাভ করেন। এম জি আই এর পক্ষ থেকে গ্রুপ ডিরেক্টর তানভীর মোস্তফা এই চুক্তি স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন