- অর্থনীতি
- ভালোবাসার মাসে ফুডপান্ডা দিচ্ছে আকর্ষণীয় সব অফার
ভালোবাসার মাসে ফুডপান্ডা দিচ্ছে আকর্ষণীয় সব অফার

মাঝে মধ্যে ছোট ছোট গল্পগুলো অনেক বেশি আবেগ বহন করে। ছোট্ট একটি কাজও প্রিয় মানুষকে তার প্রতি ভালোবাসা বোঝাতে সক্ষম। তবে ফেব্রুয়ারি মাসটি একটু ভিন্ন। কারণ এই মাসে আমরা প্রিয়জনের প্রতি ভালোবাসা জানাতে নেই নানা পদক্ষেপ।
ভালোবাসার এই মাস উদযাপনে ফুডপান্ডা বাংলাদেশ নিয়ে আসছে আকর্ষণীয় ও রকমারি সব অফার, ছাড়। গ্রাহকদের জন্য একটি কিনলে একটি ফ্রি পাওয়ার সুযোগও থাকবে নির্দিষ্ট কিছু রেস্তোরাঁর পক্ষ থেকে। সেই সঙ্গে ফুডপান্ডা দেশব্যাপী তাদের প্যান্ডামার্টের ডার্কস্টোরগুলো থেকে যেকোন অর্ডারের উপর দিচ্ছে ১৪% পর্যন্ত ছাড়।
এছাড়াও ১৩০ টাকার বেশি দামের যেকোন অর্ডারে ‘লাভপান্ডা৫০’ ভাউচার ব্যবহারে গ্রাহকরা পাবেন ৫০ টাকা ছাড় (শুধু ঢাকা ও চট্টগ্রামে) এবং ১০০ টাকার বেশি যেকোন অর্ডারে ‘লাভপ্যান্ডা৩০’ ভাউচার ব্যবহারে পাবেন ৩০ টাকা ছাড়। (ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্য স্থানে প্রযোজ্য)।
ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশেই যা ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে ধরা দেয়। কেমন হয়! একজন স্বামী তার স্ত্রীর পছন্দের রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার অর্ডার করে তাকে চমকে দিলে। ফুডপান্ডা থেকে প্রিয় রেস্তোরাঁর প্রিয় খাবার অর্ডার করে মূহুর্তেই পেয়ে যাবেন আপনার দোরগোড়ায়।
অন্যদিকে একজন দাদু বা নানু তার আদরের নাতি/নাতনির জন্য তার পছন্দের খাবার রান্না করতে অনলাইন থেকে প্রয়োজনীয় উপকরণ অর্ডার দিচ্ছে। করোনা মহামারি বিগত কয়েক মাস আমাদের বুঝিয়ে দিয়েছে পরিবারের গুরুত্ব। তাই এই সময়ে প্রিয়জনের সঙ্গে নতুন ও সুন্দর কিছু মূহুর্ত গড়ে তুলতে চান! তাহলে ফুডপান্ডার প্যান্ডামার্ট আপনার জন্যই। প্যান্ডামার্ট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করুন ঘরে বসেই।
এই ফেব্রুয়ারিসহ বছর জুড়েই প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ নিয়ে গ্রাহকের সঙ্গে থাকে ফুডপান্ডা। করোনা ঝুঁকি অথবা যানজট এড়াতে যারা ঘর থেকে বের হতে চান না, ভালোবাসা দিবস উপলক্ষে তারা ফুডপান্ডার মাধ্যমে অর্ডার করতে পারেন খাবার। ফুডপান্ডা অ্যাপে ঢুকে পছন্দের রেস্তোরাঁ বাছাই করে নিজের ও প্রিয়জনের জন্য অর্ডার করুন পছন্দের ও সুস্বাদু খাবার-দাবার। প্যান্ডামার্টে গিয়ে অর্ডার করুন পরিবারের নিত্যদিনের প্রয়োজনীয় যেকোন দ্রব্যাদি। কাজের ফাঁকে কফি নিয়ে গিয়ে চমকে দিন আপনার বন্ধু বা সহকর্মীকে। ভালোবাসা উদযাপনে আপনার সঙ্গি হতে দিন ফুডপান্ডাকেও।
ছাড়, কোড এবং অফারগুলো ব্যবহার করে প্রিয়জন, পরিবারের পাশাপাশি নিজের জীবনেও ছড়িয়ে দিন একরাশ আনন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন