- অর্থনীতি
- মার্সেল এসিতে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি
মার্সেল এসিতে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এয়ার কন্ডিশনারে (এসি) ২১ বছর পর্যন্ত গ্রাহকরা ফ্রি বিদ্যুৎ বিলের সুবিধা পাবেন। এছাড়া বিনামূল্যে এসি স্থাপনের সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯' এর আওতায় ক্রেতা এই সুবিধা পাবেন। মঙ্গলবার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে ক্যাম্পেইনটির উদ্বোধন হয়। সেখানে জানানো হয়, ক্যাম্পেইনটি ৩১ মে পর্যন্ত চলবে।
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ২ টন পর্যন্ত যেকোনো মডেলের এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা বিদ্যুৎ বিল ফ্রি ও বিনামূল্যে এসি স্থাপনের সুবিধা পাবেন।
এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি ১০ বছর পর্যন্ত গ্যারান্টিও দিচ্ছে মার্সেল। এছাড়া ১০০ দিন পর ফ্রি সার্ভিসিং পাবেন গ্রাহকরা। চলছে মার্সেলে 'এসি এক্সচেঞ্জ' ক্যাম্পেইনও। এর আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি দিয়ে ২৫ শতাংশ ছাড়ে পাবেন মার্সেলের নতুন এসি।
ক্যাম্পেউন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, ফিরোজ আলম, মফিজুর রহমান জাকির প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন