চুল নিয়ে কিছুদিন যাবৎ বেশ খানিকটা শংকিত সুলতানা। চুলের কারণে এবার বৈশাখী আনন্দেরই না আবার ছন্দপতন ঘটে। সাম্প্রতিক খর রোদ আর চৈত্রের তীব্র দাবদাহে শরীরের সাথে সাথে চুলও অনেকটা কাহিল। কিন্তু এদিকে বাঙালীর উৎসব যে কড়া নাড়ছে দ্বারে।  

নতুন বছরের প্রথম দিনের নানা আকর্ষণের মধ্যে বিশেষ একটি জায়গা দখল করে আছে আমাদের দেশের প্রাণোচ্ছল তরুণীদের বর্ণিল সাজ। হাতে-পায়ে আলতা মেখে, চুলে খোঁপা করে আপন সংস্কৃতিকে আপন সাজে ফুটিয়ে তোলার কি নিপুণ চেষ্টা। উৎসবের দিনগুলোতে নিজেকে সুন্দরতম রূপে মেলে ধরেন আমাদের দেশের তরুণীরা। আর যেকোন বিশেষ সাজে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে চুল। কতো রঙে আর কতো ঢঙেই না সাজে তাদের চুল। 

এবারের পহেলা বৈশাখের উৎসবে চুলটা মনের মতো সাজানো যাবে কী না তাই নিয়ে এতো ভাবনা সুলতানার। কারণ, সুন্দর সাজের জন্য প্রয়োজন মজবুত, সুন্দর আর কোমল চুল অর্থাৎ আদর্শ চুল। মাটি যখন নরম কাদামাটি থাকে তখন তাকে যেমন ইচ্ছেমতো রূপ দেওয়া যায়- ঠিক তেমনই কোমল, মজবুত চুলকে সাজানো যায় মন যেভাবে চায়। উৎসব জমে উঠার আগে, আপনি হয়ে উঠুন আদর্শ চুলের অধিকারী। আর তা হতে পারলেই আপনার চুল সাজবে ঠিক তেমনভাবে, যেমনটা আপনি চাইবেন।       

চুলকে প্রাকৃতিকভাবেই কোমল করার ক্ষেত্রে একেবারে সেরা উপাদান বলা হয়ে থাকে অ্যালোভেরাকে। বাহারি সব গুণে ভরপুর প্রাকৃতিক এই উপাদানটি। যারা কোমল ঝলমলে চুলের অধিকারী হতে চান, তাদের জন্য আশীর্বাদই বলা যায়। অ্যালোভেরার নিয়মিত ব্যবহারে চুল হয়ে উঠে কোমল এবং নজরকাড়া। কিন্তু, এখন এতো সময় কোথায়! উৎসবের ঋতু যে এসেই গেল। 

এরও সমাধান আছে। ব্যাপারটা অনেকখানি সহজ হয়ে যায়, যদি চুলে ব্যবহার্য নিত্য প্রসাধনেই অ্যালোভেরার পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা যায়। যেমন, চুলের যত্নে আমরা নিয়মিত তেল ব্যবহার করে থাকি। প্রজন্ম থেকে প্রজন্ম চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার হয়ে আসছে। নারিকেলের পুষ্টির সাথে অ্যালোভেরার কোমলতার মিশ্রণে হতে পারে এক দারুণ কম্বিনেশন, যা চুলের প্রয়োজনে পুষ্টি যুগিয়ে একই সাথে চুলকে করবে কোমল। 

বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে প্যারাস্যুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল, যাতে কোমল চুলের জন্য নারিকেল তেলের পুষ্টি আর অ্যালোভেরার কোমলতা দুটোর সফল সমন্বয় করা হয়েছে। তেল কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের বিশ্বস্ত ব্র্যান্ডই হতে পারে নিরাপদ পছন্দ। নারিকেল ও অ্যালোভেরার গুণের সমন্বয়ে তৈরি তেলের নিয়মিত ব্যবহারে একই সাথে চুলের সঠিক পরিচর্যা আর মনের মতো সাজ উভয় কার্যই সিদ্ধি হয়ে যেতে পারে। আর আপনার সুন্দর কোমল চুলের সাথে আপনার উৎসব হবে আরও আনন্দমুখর, আরও উপভোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি