লকডাউনের মধ্যে ব্যাংকবহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হবে সীমিত পরিসরে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একটি আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে। যার একটি ঢাকায় ও অন্যটি হতে হবে ঢাকার বাইরে। 

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

'সর্বাত্মক লকডাউন' শুরুর পর থেকে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হচ্ছে। আর খোলা থাকছে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংকগুলোর সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং অন্যক্ষেত্রে প্রতি ২ কিলোমিটারে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়া নির্দেশনা বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিকসেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখাতে হবে। মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাসহ জরুরি সেবা দিতে একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ সর্বোচ্চ ২টি শাখা খোলা রাখতে পারবে। যার একটি ঢাকায় ও অন্যটি হবে ঢাকার বাইরে। এসব শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। 

এতে আরও বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ঠিক করতে পারবে।