- অর্থনীতি
- বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি
১০১ সংস্কৃতিকর্মীর বিবৃতি
বাজেটের ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি

ঘোষিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বৃহস্পতিবার 'সম্মিলিত সাংস্কৃতিক জোট'-এর ব্যানারে বাজেটের নূ্যনতম ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দসহ ৯ দফা দাবি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ১০১ বিশিষ্ট সংস্কৃতিকর্মী।
বিবৃতিতে বলা হয়, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের অন্যতম চালিকাশক্তি হলো আমাদের সংস্কৃতি। একটি অসাম্প্রদায়িক, মানবতাবাদী আধুনিক প্রজন্ম গড়ে তুলতে হলে সংস্কৃতির কোনো বিকল্প নেই। সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের কমপক্ষে ১ শতাংশ বরাদ্দ চাওয়া কোনো অযৌক্তিক দাবি নয়।
তাদের অন্য দাবিগুলো হলো- সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে প্রত্যেক উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেপ নির্মাণ; জেলা শিল্পকলা একাডেমির সভাপতি পদে জেলা প্রশাসকের পরিবর্তে ওই জেলার বরেণ্য শিল্পী, সাহিত্যিক বা শিক্ষাবিদকে মনোনয়ন দেওয়ার বিধান চালু করা; রাজধানীসহ প্রত্যেক জেলায় সরকারি উদ্যোগে একটি করে যাত্রা প্যান্ডেল নির্মাণ; ঢাকা শহরে প্রতি পাঁচ লাখ লোকের জন্য একটি আধুনিক সাংস্কৃতিক মিলনায়তন নির্মাণ; প্রকৃত অসচ্ছল শিল্পীকে মাসে কমপক্ষে ১০ হাজার টাকা সহায়তা প্রদান; পাঁচ হাজার সাংস্কৃতিক সংগঠনকে প্রতিবছর এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান; সংস্কৃতিকর্মীদের বিনা সুদে ক্ষুদ্র ঋণ প্রদান এবং প্রতি জেলায় চারুকলা প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি ও তথ্যচিত্র প্রদর্শনের জন্য মিনি অডিটোরিয়াম নির্মাণ করা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- কেরামত মাওলা, আশরাফুল আলম, মিলন কান্তি দে, ড. নিগার চৌধুরী, দেব প্রসাদ দেবনাথ, কবি আসলাম সানী, মারুফ কবির, চন্দন রেজা, আহসান হাবিব নাসিম, মীর বরকত, হাফিজুর রহমান সুরুজ, শাহদাত হোসেন নিপু, রফিকুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, ইকবাল খোরশেদ, ফয়েজ জহির, খোরশেদুল আলম, নুনা আফরোজ, রেজীনা ওয়ালী লীনা, নায়লা তারান্নুম কাকলি, মীর জাহিদ হাসান প্রমুখ।
মন্তব্য করুন