- অর্থনীতি
- প্রস্তাবিত বাজেট ‘মেড ইন বাংলাদেশ' প্রতিষ্ঠায় মাইলফলক
ফেয়ার গ্রুপের বিবৃতি
প্রস্তাবিত বাজেট ‘মেড ইন বাংলাদেশ' প্রতিষ্ঠায় মাইলফলক

ফেয়ার গ্রুপের কারখানা। ছবি: ফেয়ার গ্রুপের ওয়েবসাইট থেকে
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে 'মেড ইন বাংলাদেশ' প্রতিষ্ঠায় অসাধারণ একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন দেশে স্মার্টফোন ও স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব মানিক। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ফেয়ার ইলেকট্রনিক্স প্রতিষ্ঠিত কারখানায় ২০১৭ সাল থেকে বিশ্বখ্যাত স্যামসাংয়ের স্মার্টফোন ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হচ্ছে।
বিবৃতিতে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সবচেয়ে সাহসী ও সাবলীল উচ্চারণ- মেইড ইন বাংলাদেশ। দেশেই বিশ্বমানের পণ্য উৎপাদনে দেশীয় যে শিল্পোদ্যোক্তারা ঝুঁকি নিয়ে বিপুল বিনিয়োগ করছেন, অর্থমন্ত্রীর এই ঘোষণা তাদের পাশে থাকার রাষ্ট্রীয় অঙ্গীকার। দেশীয় বিনিয়োগ সুরক্ষার এই ঘোষণায় শিল্পোদ্যোক্তারা অনুপ্রাণিত হবেন। নতুন নতুন শিল্পকারখানা গড়ে তুলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে সাহসী হবেন। ফলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। অর্থনৈতিক অগ্রগতির ধারা আরও বেগবান হবে। বিশ্বজুড়ে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি।
তিনি আরও বলেন, ইলেকট্রনিক্স ও গাড়ি শিল্পে বড় বিনিয়োগ করায় ফেয়ার গ্রুপ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রস্তাবিত বাজেটে ঘোষিত কর ও শুল্ক সুবিধাগুলো ভবিষ্যতে এই দুই খাতকে অনেক দূর এগিয়ে নেবে। স্মার্টফোনের স্থানীয় বাজারের ৯০ শতাংশ এ বছরের মধ্যেই দেশে তৈরি স্মার্টফোনের দখলে আসবে। ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় এখন দেশেই তৈরি হচ্ছে স্মার্টফোন এবং স্মার্টফোনের মাদারবোর্ড। এবার বাজেটে কর ছাড়ের সুবিধা দেওয়ায় মোবাইল ফোনের ব্যাটারি শিল্প খাতেও বড় বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া ফেয়ার গ্রুপ দেশেই তৈরি করছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স। দেশে গাড়ি উৎপাদনে বিনিয়োগকারী হিসেবে ফেয়ার গ্রুপ বিশ্বাস করে, সরকার এবারের বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় গাড়ি উৎপাদন ও সংযোজন শিল্পে বিনিয়োগ বাড়বে। ফেয়ার গ্রুপ বৈদ্যুতিক গাড়ি এবং এর ইকো সিস্টেম তৈরিতেও বড় বিনিয়োগ করতে যাচ্ছে।
মন্তব্য করুন