চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৯ পয়সা কম। গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার বিকেলে ৩১ মার্চ ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্ষদ সভায় পর্যালোচনা শেষে গ্রহণ করেছে।

গত জানুয়ারি থেকে মার্চ সময়কালে কোম্পানিটির মাত্র ৯ পয়সা ইপিএস হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা।

৩১ মার্চ পর্যন্ত ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৫ পয়সা।

গত মার্চ প্রান্তিক শেষে সাইফ পাওয়ারটেকের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৬৩ পয়সা।