ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

বিএসইসির কমিশনার, ইডিসহ ২৫ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন

বিএসইসির কমিশনার, ইডিসহ ২৫ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন

শেয়ার বাজার

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২২:২০

কমিশনার, নির্বাহী পরিচালকসহ ২৫ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি একে স্বাভাবিক দাবি করলেও একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি আল-আমীন কেমিক্যাল ও রাঙ্গামাটি ফুড নামে দুই কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদন নাকচের সম্পর্ক রয়েছে। 

যাদের কর্ম পুনর্বণ্টন করা হয়েছে, তাদের মধ্যে বিএসইসির কমিশনার আবদুল হালিম ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। আনোয়ারুল ইসলামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়েটরিজ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ ডিরাইভেটিবস ও গবেষণা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আবদুল হালিমের দায়িত্বের মধ্যেও ওই বিভাগ ছিল।
মার্কেট অ্যান্ড ইন্টারমেডিয়েটরিজ বিভাগই স্টক এক্সচেঞ্জের কর্মকাণ্ড তদারক ও নিয়ন্ত্রণ করে। অনেকের ধারণা, ওই দুই কর্মকর্তার থেকে সম্মতি পেয়ে তালিকাভুক্তির আবেদন নাকচ করেছে ঢাকা স্টক এক্সেচঞ্জ (ডিএসই)। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, কোম্পানি দুটির তালিকাভুক্তির আবেদন নাকচ করার আগে বিএসইসির কাছে ডিএসই মতামত চেয়েছিল। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পরামর্শ দেয় বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়েটরিজ বিভাগ বিভাগ।

এ বিষয়ে বক্তব্য জানতে কমিশনার আবদুল হালিমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আগে কখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলিনি। তা ছাড়া আর বেশি দিন আমি কমিশনে নেই। শেষ মুহূর্তে এসে কোনো কথা বলতে চাই না।’

চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কয়েক দফায় ফোন করা হলে তা ‘ব্যস্ত’ পাওয়া যায়। এসএমএস পাঠিয়েও বক্তব্য মেলেনি। তবে কমিশনের মুখপাত্র রেজাউল করিম বলেন, কমিশনে দায়িত্ব পুনর্বণ্টন স্বাভাবিক কার্যক্রম। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিভাগের কাজের সমন্বয়ের জন্য কিছু দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর সঙ্গে তালিকাভুক্তির আবেদন নাকচের সম্পর্ক নেই।
আল-আমীন কেমিক্যাল ও রাঙ্গামাটি ফুড কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে ডিএসই দেখেছে, কোম্পানি দুটি তাদের ব্যবসা পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম নয়। তালিকাভুক্ত হলে শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করতে পারবে না। আল-আমীন কেমিক্যালে ক্রিকেটার সাকিব আল হাসান, শেয়ার ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরো এবং যুক্তরাষ্ট্রে শেয়ার কারসাজির অভিযোগ থাকা ব্যবসায়ী জাবেদ এ মতিনের মালিকানা রয়েছে। রাঙ্গামাটি ফুডের মালিকানায় রয়েছে এক্সপোর্টেড ইন্টারন্যাশনাল নামে এক কোম্পানির এমডি আসাদ চৌধুরী। তাঁর বিরুদ্ধে প্লেসমেন্টহোল্ডারদের টাকা নিজের দেখিয়ে শেয়ার নেওয়ার এবং ভুয়া খরচ দেখিয়ে তা আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে ডিএসই। সম্প্রতি সমকালকে তিনি বলেন, ডিএসইর সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ। বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কোম্পানিটির মালিকানা নিয়েছিলেন তিনি। 

whatsapp follow image

আরও পড়ুন

×