- অর্থনীতি
- জুলাইতে কমেছে রেমিট্যান্স
জুলাইতে কমেছে রেমিট্যান্স

কঠোর লকডাউনের কারণে অর্থবছরের প্রথম মাস জুলাইতে কমেছে রেমিট্যান্স। গত মাসে প্রবাসীরা মোট ১৮৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। গত বছরের একই মাসের তুলনায় যা ২৮ শতাংশ কম। আর আগের মাস জুনের তুলনায় কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ।
গেল ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ২ হাজার ৪৭৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান। আগের অর্থবছর এসেছিল এক হাজার ৮২০ কোটি ডলার। এ হিসেবে গত অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ৬৫৭ কোটি ডলার বা ৩৬ দশমিক ১০ শতাংশ।সরকারের ২ শতাংশ হারে প্রণোদনা, হুন্ডি প্রবণতা কমা ও সহজে সুবিধাভোগির কাছে রেমিট্যান্সের অর্থ পৌঁছানোর ফলে এভাবে রেমিট্যান্স বাড়ছে বলে জানান সংশ্নিষ্টরা।
জুলাইতে মোট রেমিট্যান্সের ১৪০ কোটি ডলার এসেছে বেসরকারি ব্যাংকে। সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ কোটি ১৮ ডলার। আর বিদেশি ব্যাংকে মাত্র ৬২ লাখ ডলার।
মন্তব্য করুন