আখের রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু গুড়। অসাধু ব্যবসায়ীরা সেই গুড় বানাচ্ছিল ময়দা, ডালডা ও কেমিক্যাল মিশিয়ে। 

ভেজাল গুড়ের এমন দুটি কারখানায় বুধবার অভিযান পরিচালনা করে শেরপুরের এনএসআই ও জেলা প্রশাসনের একটি আভিযানিক দল। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ করে দুই ব্যবসায়ীকে জেল- জরিমানা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশআনি গ্রামে অভিযান পরিচালনা করে এনএসআই। সেখানে ভেজাল গুড়ের দুটি কারখানা স্থাপন করে ময়দা, ডালডা, চিনির রস ও কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এ সময় কারখানার মালিক স্থানীয় হাতেম আলীর ছেলে সাজল মিয়া ও ইমান আলীর ছেলে আব্বাস উদ্দিনকে ভেজাল গুড় ও সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরে প্রকাশ্যে আদালত বসালে তারা দায় স্বীকার করলে সাজল মিয়াকে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আব্বাসকে তিন মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল দেওয়া হয়। পরে ভেজাল গুড় ও কেমিক্যাল ধ্বংস করে কারখানা সিলগালা করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, আখের রস না দিয়ে ওই দুই ব্যবসায়ী কেমিক্যাল, ময়দা, ডালডাসহ পচা চিনির রস দিয়ে গুড় তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করছিল। এসব গুড় মানব স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ওই দুই ব্যবসায়ীকে জেল ও জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে। ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।