বাংলাদেশে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় স্থান। বিনিয়োগের জন্য সব ধরনের পরিবেশ এখন বাংলাদেশে আছে। দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা দিচ্ছে সরকার।

বাণিজ্যমন্ত্রী গত শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিলকন ভ্যালিতে 'বাংলাদেশ দি নেপট ইনভেস্টমেন্ট ফ্রোন্টিয়ার' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং লস অ্যাঞ্জেলেসস্থ কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ অফিসের সহযোগিতায় স্টার্টআপ বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। বেশকিছু অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসছেন দেশি-বিদেশি বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এনআরবিরাও বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সব আনুষ্ঠানিকতা ওয়ান আমব্রেলা বা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় দ্রুত ও কম খরচে হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়েছে।