নতুন ভিত্তি বছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এখন থেকে ২০১৫-১৬ ভিত্তি বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা হবে। এত দিন ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে এগুলো গণনা করা হতো।

নতুন হিসাব অনুযায়ী, মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলার। আগের হিসাব অনুযায়ী এ আয় ছিল দুই হাজার ২২৭ ডলার। অর্থাৎ নতুন হিসাবে মাথাপিছু আয় ৩২৭ ডলার বাড়ল। ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৪৬৫ ডলার। নতুন হিসাবে ওই অর্থবছরে আয় হয় এক হাজার ৭৩৭ ডলার।

বিবিএস সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি প্রান্তিকে জিডিপির হিসাব প্রকাশ করা হবে। নতুন ভিত্তি বছরের হিসাবেই জিডিপির হিসাব গণনা করা হবে।