ছয়দিন দর পতনের পর আজ সোমবার সকালে ঊর্ধ্বমুখী ধারায় দিনের শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও দিন গড়াতেই সূচকের ঊর্ধ্বমুখী ধারা কমে এসেছে।

লেনদেনের একপর্যায়ে প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে ৬৯৪৫ পয়েন্ট ছাড়িয়েছিল। কিন্তু দুপুর আড়াইটায় দিনের লেনদেন শেষে সূচকটি গতকালের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৬৭৯৫ পয়েন্টে থেমেছে।

আজ দিনের লেনদেন শেষ হয়েছে ২৩৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি দিয়ে। বিপরীতে দর হারিয়েছে ৮৯টি এবং দর অপরিবর্তিত ৪৫ শেয়ারের।

সোমবার দিনব্যাপী ৭০৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এ লেনদেন গত ১৯ এপ্রিলের পর সর্বনিম্ন। ওইদিন ঢাকার শেয়ারবাজারে ৬৯৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সূচকের ঊর্ধ্বমুখী ধারা কমে আসার বিষয়ে শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, বৃহৎ মূলধনী বেশ কিছু কোম্পানির শেয়ারের ঊর্ধ্বমুখী ধারা কমার পাশাপাশিও গতকালের তুলনায় আরও দর কমে যাওয়ায় সূচক নিম্নমুখী হয়েছে।

শেয়ার সংশ্লিষ্টরা আরও জানান, বাজারের বড় বিনিয়োগকারী একাধিক গোষ্ঠী তাদের শেয়ার ক্রমাগত বিক্রি করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।