- অর্থনীতি
- কৃত্রিম তন্তুর সুতা-বস্ত্র উৎপাদনে উদ্যোগের অনুরোধ বিজিএমইএর
পাটমন্ত্রীর সঙ্গে বৈঠক
কৃত্রিম তন্তুর সুতা-বস্ত্র উৎপাদনে উদ্যোগের অনুরোধ বিজিএমইএর

স্থানীয়ভাবে কৃত্রিম তন্তুর সুতা-বস্ত্র উৎপাদনে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ বিজিএমইএ। সোমবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান সংগঠনের নেতারা।
সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিইএর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।
বৈঠকে বিজিএমইএ সভাপতি বলেন, 'বিশ্বব্যাপী কৃত্রিম তন্তুর পোশাকের চাহিদা এখন অতি উচ্চ। পরিবেশ-সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই পোশাকের সুবিধার কথা বিবেচনায় তুলার তৈরি পোশাকের চাহিদা ক্রমেই কমছে। অথচ বাংলাদেশ এখনও তুলাভিত্তিক পোশাকই বেশি করে থাকে। দেশে কৃত্রিম সুতা এবং কাপড়ের সংস্থান না থাকায় বাধ্য হয়ে উদ্যোক্তারা তুলায় পোশাক তৈরি করে থাকেন। এছাড়া কৃত্রিম তন্তুর সুতা ও কাপড় আমদানিতে উচ্চ হারে শুল্ক দিতে হয়।'
ফারুক হাসান আরও বলেন, 'এর বাইরেও স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর বিদ্যমান জিএসপি সুবিধা আর থাকবে না। ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পেতে পোশাক উৎপাদনে নিজস্ব সুতা ও কাপড় ব্যবহারের শর্ত থাকবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বস্ত্রখাতের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।' এ বিষয়ে গবেষণা ও বিনিয়োগ বাড়াতে মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
বিজিএমইএ'র অনুরোধের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, 'তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও শক্তিশালী করতে চায় সরকার। এলক্ষ্য অর্জন, এলডিসি থেকে উত্তরণ ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।' তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের 'পোষক কর্তৃপক্ষ' হিসেবে ইতিমধ্যে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহীদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও সহ-সভাপতি মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন