- অর্থনীতি
- আমান কটন: নগদ লভ্যাংশের টাকা ব্যাংক হিসাবে প্রেরণ
আমান কটন: নগদ লভ্যাংশের টাকা ব্যাংক হিসাবে প্রেরণ

শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ লভ্যাংশের টাকা ইলেট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি বিইএফটিনের মাধ্যমে পাঠিয়েছে বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইব্রস। বৃহস্পতিবার এ টাকা পাঠানো হয়েছে বলে কোম্পানি সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পর্ষদ উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছিল। ওই সুপারিশ গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন হয়। এর এক মাস পর নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
লভ্যাংশ ও এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের হিসাবে ২ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছিল। এ হিসাবে তারা লভ্যাংশ পাবেন তিন কোটি আট লাখ ৩৬ হাজার ৬৬৭ টাকা।
কোম্পানি সংশ্নিষ্টরা জানান, শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য ঠিক থাকলে বৃহস্পতিবার নগদ লভ্যাংশের টাকা (উৎসে কর কর্তন শেষে) জমা হওয়ার কথা।
মন্তব্য করুন