- অর্থনীতি
- সিআইপি সম্মাননা পেলেন আলিফ গ্রুপ চেয়ারম্যান
সিআইপি সম্মাননা পেলেন আলিফ গ্রুপ চেয়ারম্যান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে সিআইপি কার্ড নেন আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম
এবারও সিআইপি সম্মাননা পেয়েছেন আলিফ গ্রুপের চেয়ারম্যান ও ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম। গত ২৮ বছর ধরে এই সিআইপি কার্ড পাচ্ছেন তিনি।
গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে নির্বাচিত ব্যবসায়ীদের মধ্যে সিআইপি কার্ড বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যবসায়ীদের এ সম্মাননা দেওয়া হয়। এবার ১৮ খাতের ১৩৮ জন ব্যবসায়ীকে সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়।
আজিজুল ইসলাম অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন