- অর্থনীতি
- পাঁচ ব্যাংকের ১৪৩৯ অফিসার পদের পরীক্ষা স্থগিত
পাঁচ ব্যাংকের ১৪৩৯ অফিসার পদের পরীক্ষা স্থগিত

ফাইল ছবি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকের দশম গ্রেডের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যাংক পাঁচটি হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের ১ হাজার ৪৩৯টি পদের এ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
উল্লেখ্য, আগের সময়সূচি অনুযায়ী অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন