বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার  মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে করোনা আক্রান্তের খবর নিজেই নিশ্চিত করেছেন।

ইনস্টগ্রামে শাবানা লিখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে আজ, এই মুহূর্তে আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে গত কয়েকদিনে এসেছেন দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’

এই পোস্টে  ভক্তরা তার আরোগ্য কামনা করে মন্তব্য করেন। এই পোস্টে অন্যরকম এক মন্তব্য করেন  নির্মাতা ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর। তিনি শাবানাকে তার স্বামী জাভেদ আখতারের থেকে দূরে থাকার পরামর্শ দেন। 

বনি কাপুর লিখেছেন, ‘হে ঈশ্বর! দয়া করে জাভেদ সাহেবের থেকে দূরে থাকুন।’ বনির এই মন্তব্যের জবাবে পার্টির ইমোজি যোগ করেছেন শাবানা।

শাবানা আজমি এখনো নিয়মিতই অভিনয় করছেন।  করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবেতাকে।  ছবিটি  আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তির কথা।