- অর্থনীতি
- বিদেশে সেবামূল্য পরিশোধের নিয়ম স্পষ্ট করল এনবিআর
বিদেশে সেবামূল্য পরিশোধের নিয়ম স্পষ্ট করল এনবিআর

বিদেশ থেকে পরামর্শ সেবা গ্রহণ এবং দেশের বাইরে বিজ্ঞাপন প্রচারের সেবামূল্য পরিশোধে কর কর্তনের বিধান স্পষ্টীকরণ করল জাতীয় রাজস্ব বোর্ড। বাংলাদেশ ব্যাংকের এক চিঠির জবাবে এনবিআর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। গতকাল এনবিআরের ব্যাখ্যার বিষয়টি ব্যাংকগুলোকে অবহিত করে একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এ নীতি অনুসরণ করে আয়কর কেটে না রাখলে খেলাপি অঙ্কের ওপর অতিরিক্ত ২ শতাংশ জারিমানা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের সঙ্গে এনবিআরের ব্যাখ্যা সংযুক্ত করে পাঠানো হয়েছে ব্যাংকগুলোতে। এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের ৫৬ ধারার আওতায় যে পরিমাণ অর্থ দেশের বাইরে পাঠানো হচ্ছে, তা থেকে প্রযোজ্য হারে কর কেটে বাকি অর্থ পাঠাতে হবে। পরামর্শ সেবাসহ এ ধরনের আরও কিছু সেবার ক্ষেত্রে ২০ শতাংশ কর কাটার বিধান রয়েছে। তবে কেউ যদি অনিবাসী ব্যক্তিকে ১০০ টাকাই পরিশোধ করতে চান সে ক্ষেত্রে তাকে ১২৫ টাকা জমা দিতে হবে। আর এই কর প্রেরকের অনুকূলে জমা হলে রেমিট করা অর্থে কোনো কর কাটা হয়নি বলে গণ্য হবে। এসব ক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে মাসিক ২ শতাংশ সরল হারে অতিরিক্ত পরিশোধ করতে হবে।
নির্দেশনায় দেশের বাইরে অর্থ পাঠাতে কোন খাতে কী হার হবে, তা এখানে স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, অনিবাসী কোনো ব্যক্তির বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং ব্যয়ের ওপর ১৫ শতাংশ কর কাটতে হবে। বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার ও আইনি সেবার বিপরীতে ২০ শতাংশ এবং কম্পেনসেশন বাবদ টাকা পাঠানোর ওপর ৩০ শতাংশ কর কাটতে হবে।
মন্তব্য করুন