
ভালোবাসা দিবসের রং রাঙিয়ে দিয়েছে সৌদি আরবকেও। দেশটির শপিং মল ও গিফট শপগুলোতে 'ভ্যালেন্টাইনস ডে' উপলক্ষে পাওয়া যাচ্ছে নানারকম কার্ড, চকলেটের বক্স, লাল গোলাপ, টেডি বিয়ার, ভালোবাসার বার্তা লেখা টি-শার্ট, পোশাক ইত্যাদি। পাওয়া যাচ্ছে অন্তর্বাসও। বলা বাহুল্য, এসব পোশাকের বেশিরভাগই লাল রঙের। আরব নিউজ।
অতি রক্ষণশীল সৌদি আরবে ভালোবাসা দিবস উদযাপন করা এক প্রকার 'হারাম'। মলে, দোকানে কোথাও ভ্যালেন্টাইনস ডের কথা উল্লেখ না থাকলেও খুব সংগোপনে ভালোবাসা দিবসকে উপলক্ষ করেই চলছে বেচা-বিক্রি। প্রায় সব দোকানই লাল রঙে সেজেছে। দোকানের কর্মীরা স্বীকার করছেন যে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিক্রি বেড়েছে।
এ বছর সৌদিতে শেষ মুহূর্তের ভ্যালেন্টাইন অফার ঘোষণা করেছে দেশটির লোহিত সাগরে অবস্থিত ফারাসান দ্বীপপুঞ্জের তারকাচিহ্নিত হোটেলগুলো। ১৭০টি দ্বীপ নিয়ে গঠিত ফারাসান দ্বীপপুঞ্জের এই হোটেলগুলোতে পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে সাগরের নীলাভ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনও ঘুরে দেখা যাবে। কয়েক বছর আগেও সৌদি আরবে ভালোবাসা দিবস উদযাপনের বিষয়টি ছিল এক কথায় অকল্পনীয়। ভালোবাসা দিবস উদযাপন ছিল নিষিদ্ধ। ভালোবাসা দিবসের উদযাপন ঠেকাতে সচেষ্ট থাকত ধর্মীয় পুলিশ। আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের অনুমতিও ছিল পুলিশের। এ ছাড়া দিনটিতে লাল গোলাপ ও চকলেট লুকিয়ে রাখা দোকানিদের জন্য ছিল বাধ্যতামূলক। তবে ২০১৮ সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সে বছর মক্কার সদাচার প্রচার ও অনাচার প্রতিরোধ কমিশনের (সিপিভিপিভি) সাবেক প্রেসিডেন্ট শেখ আহমেদ কাশিম আল-ঘামদি ঘোষণা করেন, 'ভ্যালেন্টাইনস ডে' উদযাপন প্রকৃতপক্ষে ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক নয়।
মন্তব্য করুন