কিউকমের পরে আরেক আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগির আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের কিছু গ্রাহকের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবে মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সমকালকে বলেন, আলেশা মার্টের কিছু গ্রাহকের লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, যাদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এসব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহের শেষে অথবা পরের সপ্তাহের শুরুতে অনুষ্ঠান করে টাকা ফেরত দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ৩০ জুনের পরে আলেশা মার্ট থেকে পণ্য কিনতে আগাম টাকা যারা পরিশোধ করেছেন তাদের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, কয়েকশ গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন। কিন্তু এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি। কয়েকটি পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে।

জানা গেছে, আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে আছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি টাকা দেওয়ার মতো অর্থ তাদের নিজেদের কাছে নেই। এ জন্য আলেশা মার্ট শেয়ার বিক্রি করতে চাচ্ছে বলে বিভিন্ন সময়ে ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার। পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ারও চেষ্টা করছেন। সম্প্রতি দু'দফা চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছে আলেশা মার্ট।

গত অক্টোবর শেষে বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে বিভিন্ন গ্রাহক ২ হাজার এক কোটি ২৮ লাখ টাকা জমা করেছেন। এর মধ্যে আলেশা মার্ট এক হাজার ৯৯৯ কোটি ২০ হাজার টাকা তুলে নিয়েছে। হিসাবগুলোতে ওই সময় ২ কোটি ৭ লাখ টাকা স্থিতি ছিল। গ্রাহকদের জমা টাকা তুলে নিয়ে আলেশা মার্ট কী করেছে, বাংলাদেশ ব্যাংক তা এখন তদন্ত করছে।