- অর্থনীতি
- নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার ৪৪১ কোটি টাকায় বিক্রি করছে আইএফআইসি
নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ার ৪৪১ কোটি টাকায় বিক্রি করছে আইএফআইসি

নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের পুরো শেয়ার বিক্রির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে আইএফআইসি ব্যাংক। ৬১৮ কোটি ৭০ লাখ নেপালি রুপিতে (বাংলাদেশে মুদ্রায় প্রায় ৪৪১ কোটি টাকা) ব্যাংকটিতে থাকা সমুদয় শেয়ার বিক্রি করবে আইএফআইসি। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত বছরের জুলাই মাসে নেপালের বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নিজের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছিল আইএফআইসি। ব্যাংকটির পর্ষদে তা অনুমোদনও হয়। আইএফআইসি ১৯৯৪ সালে নেপালের এ ব্যাংকে প্রথম বিনিয়োগ করে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেপালের রাজধানী কাঠমান্ডুর রাভি ভাওয়ান এলাকার বাসিন্দা সারিকা চৌধুরীর কাছে ৬১৮ কোটি ৭০ লাখ সাত হাজার ৫৬৮ নেপালি রুপিতে সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। নেপালের কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্নিষ্ট অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নেপাল বাংলাদেশ ব্যাংকে মোট শেয়ারে আইএফআইসির অংশ ছিল ৪০ দশমিক ৯১ শতাংশ। ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকটিতে আইএফআইসি মোট ৩ কোটি ৮৫ লাখ ডলার বিনিয়োগ করে। সর্বশেষ ২০১৭ সালে ব্যাংকটির রাইট শেয়ার কিনতে ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ডলার দেয় আইএফআইসি। ১৯৯৪ সালে ৫ লাখ ৪৫ হাজার ডলার নিয়ে প্রথম বিনিয়োগ করেছিল নেপাল বাংলাদেশ ব্যাংকে। শেষ পর্যন্ত ৬১৮ কোটি ৭০ লাখ নেপালি রুপিতে শেয়ার বিক্রির সব অনুমোদন পেলে আইএফআইসি প্রায় ৫ কোটি ১৩ লাখ ডলার ফেরত আনার সুযোগ পাবে। তবে লভ্যাংশ হিসেবে এখন পর্যন্ত কত টাকা তারা দেশে এনেছে তার পুরো তথ্য মেলেনি।
এদিকে ঢাকার শেয়ারবাজারে আইএফআইসি ব্যাংকের দর গতকাল পৌনে ২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। গতকাল ডিএসইতে সূচকের পতন হলেও ব্যাংকটির শেয়ারদর বৃদ্ধি সূচকে সোয়া ১ পয়েন্ট যোগ করে।
গত বছরের জুলাই মাসে নেপালের বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নিজের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছিল আইএফআইসি। ব্যাংকটির পর্ষদে তা অনুমোদনও হয়। আইএফআইসি ১৯৯৪ সালে নেপালের এ ব্যাংকে প্রথম বিনিয়োগ করে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেপালের রাজধানী কাঠমান্ডুর রাভি ভাওয়ান এলাকার বাসিন্দা সারিকা চৌধুরীর কাছে ৬১৮ কোটি ৭০ লাখ সাত হাজার ৫৬৮ নেপালি রুপিতে সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। নেপালের কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্নিষ্ট অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নেপাল বাংলাদেশ ব্যাংকে মোট শেয়ারে আইএফআইসির অংশ ছিল ৪০ দশমিক ৯১ শতাংশ। ১৯৯৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকটিতে আইএফআইসি মোট ৩ কোটি ৮৫ লাখ ডলার বিনিয়োগ করে। সর্বশেষ ২০১৭ সালে ব্যাংকটির রাইট শেয়ার কিনতে ১ কোটি ২২ লাখ ৯০ হাজার ডলার দেয় আইএফআইসি। ১৯৯৪ সালে ৫ লাখ ৪৫ হাজার ডলার নিয়ে প্রথম বিনিয়োগ করেছিল নেপাল বাংলাদেশ ব্যাংকে। শেষ পর্যন্ত ৬১৮ কোটি ৭০ লাখ নেপালি রুপিতে শেয়ার বিক্রির সব অনুমোদন পেলে আইএফআইসি প্রায় ৫ কোটি ১৩ লাখ ডলার ফেরত আনার সুযোগ পাবে। তবে লভ্যাংশ হিসেবে এখন পর্যন্ত কত টাকা তারা দেশে এনেছে তার পুরো তথ্য মেলেনি।
এদিকে ঢাকার শেয়ারবাজারে আইএফআইসি ব্যাংকের দর গতকাল পৌনে ২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। গতকাল ডিএসইতে সূচকের পতন হলেও ব্যাংকটির শেয়ারদর বৃদ্ধি সূচকে সোয়া ১ পয়েন্ট যোগ করে।
মন্তব্য করুন