- অর্থনীতি
- পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের অভিযোগে রাহী নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, এমডি মোহাম্মদ মোশারফ হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সোমা হোড় গত বুধবার বাদি হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার অন্য তিন আসামি হলেন, রাহী নিট কম্পোজিটের পরিচালক মো. ইসমাঈল হোসেন ফারুক, সাবেক ফারমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম মো. জুলফিকার, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং ফরেন এপচের ইনচার্জ শাহ আলম ও শাহানা খন্দকার।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ এর ৪২০/৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন