- অর্থনীতি
- কারখানা এলাকাকে 'বন্ডেড' ঘোষণা চায় বিজিএমইএ
কারখানা এলাকাকে 'বন্ডেড' ঘোষণা চায় বিজিএমইএ

পোশাক শিল্প প্রতিষ্ঠানের কারখানার পুরো এলাকাকে বন্ডেড এলাকা হিসেবে ঘোষণা, আমদানি করা পণ্য সংরক্ষণে অতিরিক্ত গুদাম অনুমোদন, বন্ড লাইসেন্সে নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক দ্রব্যের নামসহ নতুন এইচএস কোড দ্রুত সংযোজনের অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর চট্টগ্রাম অঞ্চলের নেতারা। রোববার চট্টগ্রামে বিজিএমইএ ভবনে এনবিআর সদস্য হোসেন আহমেদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ জানান তারা।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে কাস্টমস বন্ড সংশ্নিষ্ট কার্যক্রম সহজ করতে কারখানা স্থানান্তর অনুমোদন সহজ করা, ইপিজেডের প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার বন্ড ট্রান্সফার অনুমোদনের ক্ষমতা বিজিএমইএকে প্রদান, জাল-জালিয়াতি রোধে পোশাক শিল্প প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের তালিকা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে সংযোজন ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান।
এনবিআর সদস্য হোসেন আহমেদ বিজিএমইএর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সভায় বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এম মহিউদ্দিন চৌধুরী, এ. এম. শফিউল করিমসহ অন্য নেতারা অংশ নেন।
মন্তব্য করুন