এশিয়ার অন্যতম ফাইনান্সিয়াল ওয়েলনেস প্লাটফর্ম ওয়েজলি। প্রতিষ্ঠানটি সম্প্রতি ৭১ কোটি টাকার ফান্ডিং পেয়েছে। সিড ফান্ডিং পাওয়ার মাত্র সাত মাসের মাথায় ওয়েজলি এই নতুন ফান্ডিং পায়। ওয়েজলি মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশে দ্রুতগতিতে ওয়ার্কারদের তাদের অন ডিমান্ড স্যালারি পেতে সাহায্য করে।

এই ওভারসাবস্ক্রাইব রাউন্ডটি পরিচালনায় ছিলো ইস্ট ভেঞ্চার। যেখানে ইন্টেগ্রা পার্টনার্স, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, গ্লোবাল ফাউন্ডারস ক্যাপিটাল, ট্রিহিল ক্যাপিটাল, ব্লাউপার্ক পার্টনার্স এবং ১৯৮২ ভেঞ্চারস ছিলো যা কিনা দুই বছরের কম সময়ে ১২০ কোটি টাকার ফান্ডিং তুলতে সাহায্য করে।

এই বিনিয়োগের ব্যাপারে ইস্ট ভেঞ্চারের ম্যানেজিং পার্টনার রড্রিক পুরওয়ানা বলেন, ‘বর্তমানে ওয়েজলির দ্রুতগতির ব্যাপ্তিতে আমরা বিশ্বাস করি যে, তারা বড় এন্টারপ্রাইজের পছন্দের পার্টনার হবেন যারা কিনা শ্রমিকদের ফাইনান্সিয়াল ওয়েলনেসে বিশ্বাস করে ও তাদের অর্থনৈতিক অবস্থানের পরিবর্তন করতে চায়। আমরা টবিয়াস, ডিডি, কেভিন এবং ওয়েজলি টিমকে সাপোর্ট করতে পেরে আনন্দিত। কারণ তারা এশিয়ার লক্ষাধিক ওয়ার্কারদের জীবনের উন্নতি করছে যেখানে ৭৫ ভাগ মানুষ বেতন বা মজুরির ওপর নির্ভরশীল।’

ওয়েজলির সিইও এবং কো ফাউন্ডার টবিয়াস ফিসার বলেন, এই প্রি-সিরিজ ফান্ডিং ওয়েজলি বাংলাদেশে আসার কিছু মাস পরেই পায়; বাংলাদেশ যা কিনা পৃথিবীর ৭ম বৃহৎ লেবার ফোর্স। আমরা এশিয়ার দুইটি বড় মার্কেটে কাজ করতে পেরেই গর্বিত, যেখানে প্রায় দেড় কোটি শ্রমিক রয়েছে। তাৎক্ষণিক স্যালারি এমপ্লোয়ারের খরচ কমাতে ও শ্রমিকদের উতপাদনশীলতা বৃদ্ধিতে প্রধান ভুমিকা পালন করে।

এই নতুন বিনিয়োগ ওয়েজলিকে এ বছরের শেষে ইন্দোনেশিয়া ও বাংলাদেশে মার্কেট লিডিং পজিশনে নিয়ে আসতে সহায়তা করবে এবং কোম্পানিকে বৃদ্ধি করতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।