দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক শক্তির সমর্থক পত্রপত্রিকা নুতন করে বাসন্তি খোঁজার চেষ্টা করছে- এ মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। 

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং কমিশনের সদস্য সরকারের সাতজন সচিব এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম। বৈশ্বিক কারণে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে এ ঊর্ধ্বগতি সুন্দরভাবে সামাল দিয়েছে সরকার। সময়মতো বাজারে হস্তক্ষেপ করা হয়েছে। তারপরও কিছু বাংলা ও ইংরেজি মিডিয়া কিছু ছবি ছাপিয়ে নুতন করে আবার বাসন্তিকে খোঁজার চেষ্টা করছে।