- অর্থনীতি
- কিছু পত্রিকা নুতন করে বাসন্তি খোঁজার চেষ্টা করছে
পরিকল্পনা প্রতিমন্ত্রী বললেন
কিছু পত্রিকা নুতন করে বাসন্তি খোঁজার চেষ্টা করছে

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সরকারবিরোধী রাজনৈতিক শক্তির সমর্থক পত্রপত্রিকা নুতন করে বাসন্তি খোঁজার চেষ্টা করছে- এ মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং কমিশনের সদস্য সরকারের সাতজন সচিব এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম। বৈশ্বিক কারণে দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে এ ঊর্ধ্বগতি সুন্দরভাবে সামাল দিয়েছে সরকার। সময়মতো বাজারে হস্তক্ষেপ করা হয়েছে। তারপরও কিছু বাংলা ও ইংরেজি মিডিয়া কিছু ছবি ছাপিয়ে নুতন করে আবার বাসন্তিকে খোঁজার চেষ্টা করছে।
মন্তব্য করুন