- অর্থনীতি
- দর বেড়েছে বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের
দর বেড়েছে বীমা ও তথ্যপ্রযুক্তি খাতের

প্রতীকী ছবি
ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশিরভাগ শেয়ারের দর কমলেও বেড়েছে বীমা খাতের দর। উৎপাদন ও সেবা খাতের মধ্যে প্রায় সব খাতে মিশ্রধারা থাকলেও তথ্যপ্রযুক্তি ও চামড়া এবং চামড়াজাত পণ্য খাতের বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।
সার্বিক হিসাবে প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১৭৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫৩টির দর কমেছে এবং অপরিবর্তিত ছিল ৫০টির দর। প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬৭৫৮ পয়েন্ট ছাড়িয়েছে। সূচকের এ বৃদ্ধিতে একক কোম্পানি হিসেবে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ-হোলসিম সর্বোচ্চ ৮ পয়েন্ট যোগ করেছে।
সরকারের সঙ্গে মামলা জিতে এগ্রিগেট ব্যবসা শুরুর খবর দেওয়ার পর গতকাল এ কোম্পানির শেয়ারপ্রতি দর ৫ টাকা ১০ পয়সা বেড়ে ৭৬ টাকা ৭০ পয়সায় উঠেছে। তবে দরবৃদ্ধির শীর্ষে ছিল বিডি ল্যাম্পস এবং পেপার প্রসেসিং কোম্পানির শেয়ার। উভয় কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে (আগের দিনের তুলনায় পৌনে ৯ শতাংশ বেড়ে) যথাক্রমে ৩৫৩ এবং ২৯২ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হয়েছে। ৫ থেকে সাড়ে ৮ শতাংশ দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বিডি মনোস্পুল পেপার, লাফার্জ-হোলসিম, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, তমিজুদ্দিন টেক্সটাইল, এপেক্স ফুটওয়্যার এবং বিডিকম অনলাইনের।
বিপরীতে গতকাল ২ শতাংশ বা দিনের সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হয়েছে খুলনা পাওয়ারের। শেয়ারটি সর্বশেষ কেনাবেচা হয় ৩৪ টাকা ৩০ পয়সায়। গতকাল সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে আরও ৩৭ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়।
ডিএসইতে ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা রোববারের তুলনায় ৬৫ কোটি ৬৮ লাখ টাকা বেশি। একক কোম্পানি হিসেবে বেক্সিমকো লিমিটেডের ৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
মন্তব্য করুন