- অর্থনীতি
- পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই
পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই

ফাইল ছবি
রমজানে ভোক্তা ও কৃষকের ‘স্বার্থ রক্ষায়’ আপাতত পেঁয়াজের আমদানি বন্ধের পরিকল্পনা নেই কৃষি মন্ত্রণলায়ের। মঙ্গলবার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম ২৭, ২৮ ও ২৯ মার্চের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নতুন করে আইপি ‘ইস্যু’ করা বা বন্ধ করার কোনো নির্দেশনা বা পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই বলেও জানান সচিব।
বাজার স্থিতিশীল রাখতে রোজার ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার জন্য চলতি সপ্তাহেই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুরোধে যে সাড়া মিলেছে, মঙ্গলবার কৃষি সচিবের বক্তব্যে তা স্পষ্ট হল।
কৃষি সচিব বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। অন্যদিকে সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
‘এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই কৃষি মন্ত্রণালয়ের।’
মন্তব্য করুন