- অর্থনীতি
- বাজার ব্যবস্থা ভোক্তাবান্ধব নয়, অভিমত সুজনের সভায়
বাজার ব্যবস্থা ভোক্তাবান্ধব নয়, অভিমত সুজনের সভায়

দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পণ্যমূল্যের বিশাল পার্থক্য বাজার ব্যবস্থা ‘ভোক্তাবান্ধব নয়’ বলে নির্দেশ করছে বলে মন্তব্য এসেছে সুজন আয়োজিত এক গোলটেবিল আলোচনা থেকে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে সুজন-সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, উৎপাদন অথবা আমদানি পর্যায় এবং ভোক্তা পর্যায়ে পণ্যমূল্যের যে বড় ব্যবধান, তা ন্যায্য ব্যবসার পরিচয় বহন করে না।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার ঢেউ সামলে স্বাভাবিক আয়ে ফিরতে লড়াই করছে সাধারণ মানুষ। কিন্তু তাদের এ লড়াই আরও কঠিন করে তুলেছে জীবনযাত্রার বাড়তি খরচ। চাল, ডাল, তেল, আটা থেকে শুরু করে সবকিছুর দাম ক্রমাগতভাবেই বেড়েই চলেছে। বাজারের উত্তাপ সইতে না পারায় মধ্যবিত্তরাও টিসিবির ট্রাকের পেছনে দাঁড়াচ্ছেন। নিত্যপণ্য সেখানেও হাহাকার।
তিনি আরও বলেন, পণ্যের দাম বেঁধে দেওয়া, সরকার ভ্যাট প্রত্যাহার, নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে আনাসহ বাজার তদারকি জোরদার করা হলেও ভোক্তারা এর সুফল পাচ্ছেন না। বাজারে বেশি মুনাফা লুটতে এখনো তৎপর মজুতদার ও সিন্ডিকেট চক্র।
প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি, রকেট গতিতে উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে। দ্রুতগতির উন্নয়নের ফলে কোটিপতির সংখ্যা বাড়ছে আর দারিদ্র্যসীমার নিচে পড়ে আছে ৬ বা ৮ কোটি মানুষ।
জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা কমে গেছে বলেও অভিযোগ করেন সুজনের সম্পাদক।
তিনি বলেন, দায়বদ্ধতা তাদের প্রতি আছে, যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং টিকিয়ে রেখেছে। এটাই সিন্ডিকেট। আমাদের দায়বদ্ধতার সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচক হিসেবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যতক্ষণ পর্যন্ত চুরির সরকারকে সরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত দাম কমবে না। রোজার আর পাঁচ দিন বাকি, এই পাঁচ দিনে জিনিসপত্রের দাম আবার বাড়বে। সরকার ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি তদারক করছে না।
সুজন ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বৈঠক। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল ক্বাফি রতন, নাগরিক সমাজের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
মন্তব্য করুন