দরপতন চলছে দেশের শেয়ারবাজারে। মঙ্গলবার লেনদেনের প্রথম দুই ঘন্টা পর্যন্ত ৩৭৫ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩০০টিরই দরপতন হয়েছে।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার কারণে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট হারিয়ে ৬৫৯৪ পয়েন্টে নেমেছিল। এ সময় মাত্র ৩৬ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়। দর হারানো শতাধিক শেয়ারের কোনো ক্রেতা দেখা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দরপতনের মাত্রা আরো বাড়তে দেখা গেছে।

দুপুর ১২ টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৭৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

দরপতন ঠেকাতে চলতি রমজানের আগে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার বিশাল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগের জন্য চাপ দিয়ে আসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ চাপের ফল এখন পর্যন্ত শূন্য।

দরপতন রোধে শেয়ার দর নির্দিষ্ট দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না, এমন নিয়ম করেও পতন ঠেকাতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।