- অর্থনীতি
- ক্ষুদ্র ও কুঠির শিল্প নিয়ে বাংলা একাডেমিতে বৈশাখী মেলা
ক্ষুদ্র ও কুঠির শিল্প নিয়ে বাংলা একাডেমিতে বৈশাখী মেলা

করোনাভাইরাস মহামারির কারণে পহেলা বৈশাখে গত দুই বছর সব বন্ধ ছিল। এবার আবার ক্ষুদ্র ও কুঠির শিল্পের সমাহার নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বৈশাখী মেলা। বৃহস্পতিবার দুপুর ১২টায় মেলাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির উদ্যোগে ১০ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক-এর চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
উদ্বোধনের সময় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের শিল্প সমৃদ্ধ এই বাংলাদেশ, সেখানে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া অনেক কিছু আমরা আবার বৈশাখী মেলার মাধ্যমে ফিরে পেয়েছি।
মঙ্গল শোভাযাত্রার বিষয়ে তিনি বলেন, জঙ্গিবাদ ও ধর্মভিত্তিক রাজনীতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে আজকে আমরা সারাদেশে আবারও মঙ্গল শোভাযাত্রা করতে পারছি। এর মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার যে অঙ্গীকার, সেটা ব্যক্ত করছি। সবশেষে আমরা যেখানেই থাকি না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি।
কেএম খালিদ বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বিফলে যাবে যদি না সাংস্কৃতিক মুক্তি ঘটে। অর্থনৈতিক মুক্তির জন্য রয়েছে শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক মুক্তির জন্য রয়েছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়। একটি ইট-পাথর নিয়ে কাজ করে, অন্যটি হৃদয় নিয়ে কাজ করে। এই দুটির সংমিশ্রণ খুব কঠিন। সেই জায়গাটিতে আমরা কাজ করছি।
মন্তব্য করুন