পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়িতে ঈদযাত্রা এবং আবার শহরে ফিরে আসাকে স্বাচ্ছন্দ্যময় করতে বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের টিকিট এখন সহজেই কেনা যাচ্ছে বিকাশে।

বিকাশ অ্যাপের টিকিট আইকন থেকে কয়েকটি ধাপেই কেনা যাচ্ছে বাস, লঞ্চ ও বিমানের টিকিট এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট।
গতকাল বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস, লঞ্চ ও বিমানের টিকিট কিনতে বিকাশ অ্যাপের মূল স্ট্ক্রিন থেকে 'আরো' অপশনে গেলেই সেবার তালিকা থেকে পাওয়া যাবে 'টিকিট' আইকন। সেখান থেকে 'বাস', 'লঞ্চ' বা 'বিমান' নির্বাচন করতে হবে।

একইভাবে গ্রাহকরা বিডিটিকিটস, বাসবিডি, পরিবহন.কম ও সহজ টিকিট থেকে বিকাশ পেমেন্টে বাসের টিকিট এবং বিডিটিকিটস থেকে লঞ্চের টিকিট কিনতে পারছেন। ট্রেনের টিকিট কাটতে হলে গ্রাহককে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং সার্ভিস ওয়েবসাইট ভিজিট করতে হবে।