দেশসেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পদ্মা ব্যাংক একসময় প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবসে গুলশান করপোরেট হেড অফিসে সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, পদ্মা ব্যাংক অনেক প্রতিকূলতা সামলে ঘুরে দাঁড়িয়েছে। শক্তিশালী পরিচালনা পর্ষদ ও একদল প্রতিভাবান, দক্ষ ও সৎ কর্মীদল একসঙ্গে কাজ করলে খুব অল্প সময়েই আর্থিকখাতের অন্যতম শক্তিশালী ব্যাংক হবে পদ্মা। 

এদিকে ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন। 

সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গত তিন বছর ধরে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পর আগামী ০৫ মে বৃহস্পতিবার খুলবে ব্যাংক।