- অর্থনীতি
- সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত দেননি, দাবি কোম্পানিগুলোর
সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত দেননি, দাবি কোম্পানিগুলোর

সয়াবিন তেলের সংকটে বাজারে অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাজারে দাম ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় সয়াবিন তেলের বোতলের সঙ্গে চা পাতা, পোলাও চাল, হলুদ-মরিচের গুঁড়োসহ বিভিন্ন পণ্য কেনার শর্ত জুড়ে দিতেন খুচরা ব্যবসায়ীরা। তবে ভোজ্যতেল কোম্পানিগুলো দাবি করেছে তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো শর্ত দেওয়া হয়নি।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কোম্পানিরগুলোর প্রতিনিধিরা এই দাবি করেন।
কোম্পানিগুলোর এমন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার থেকে এসব তদারকি করার জন্য সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঈদের সপ্তাহ খানেক আগে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। তখন খুচরা ব্যবসায়ীরা সয়াবিন তেলের বোতলের সঙ্গে চা পাতা, পোলাও চাল, হলুদ-মরিচের গুঁড়োসহ বিভিন্ন পণ্য কেনার শর্ত জুড়ে দিতেন। এই নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানির ডিলাররা সয়াবিন তেলের বোতলের সাথে অন্যান্য পণ্য নেওয়ার শর্ত দিতো। সেকারণে তারাও ক্রেতাদের তেলের পাশাপাশি অন্য পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিতেন।
তেলের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত তথ্যের বিষয়ে জানতে ভোজ্যতেল কোম্পানিগুলোর সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে অধিদপ্তর।
সভায় কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, তারাও শুনেছেন সয়াবিন তেল বিক্রিতে কেউ কেউ অন্য পণ্য কিনতে বাধ্য করছেন ক্রেতাদের। তবে কোম্পানির পক্ষ থেকে কখনোই এ ধরনের কোনো শর্ত জুড়ে দেয়া হয়নি। এতে তাদের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। শর্ত জুড়ে দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ভোক্তা অধিদপ্তর ব্যবস্থা নিলে তাদের কোনো কোনো আপত্তি থাকবে না।
মেঘনা গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার তাসলিম বলেন, তাদের কোম্পানি সয়াবিন বিক্রির ক্ষেত্রে কখনোই কোনো ধরনের প্যাকেজ বা শর্ত দেয়নি।
বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় বিভাগ) রেদওয়ানুর রহমান দাবি করেন, বসুন্ধরা গ্রুপ এই ধরনের অফার কখনোই করেনি। এই ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।
একই দাবি করেন রূপচাঁদা ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার মো. দবিরুল ইসলাম, টি কে গ্রুপের হেড অব বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী, তীর ব্র্যান্ডের সিটি ও এস আলম গ্রুপের প্রতিনিধিরাও।
ভোজ্যতেল কোম্পানিগুলোর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশে বাজারগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান।
তিনি বলেন, কোম্পানিগুলোর পক্ষ থেকে এই ধরনের শর্ত দেওয়া হয়েছে কী না তা যাচাই করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। তারা যেহেতু সরাসরি অস্বীকার করেছে, এখন বাজার পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে। অভিযানের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুজ্জামান বলেন, একটি পণ্যের সঙ্গে অন্য আরেকটি পণ্য কেনার শর্ত জুড়ে দেয়া সরাসরি জাতীয় ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। মিলাররা একদিকে দেশে সয়াবিনের সংকট তৈরি করেছে, আরেক দিকে সয়াবিনের সাথে অন্য কোনো পণ্য কিনতে বাধ্য করছেন। এটা অমার্জনীয় অপরাধ।
মন্তব্য করুন