এনার্জি রেগুলেটরী কমিশনের (বিইআরসি) প্রস্তাব অনুযায়ী প্রায় ৫৮ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানো হলে তৈরি পোশাক খাতের এক্সেসরিজ শিল্প বিপন্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এ শিল্পের উদ্যোক্তাদের সংগঠন গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর পোশাক খাতের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের কাঁচামালের দর ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ খাতের উৎপাদিত পণ্যের ক্রেতার শতভাগই দেশীয় প্রতিষ্ঠান। প্রস্তুত করা পোশাক পণ্যের দর সেভাবে বাড়েনি। এতে পোশাক এবং এক্সেসরিজ উভয় খাতই কিছুটা অসুবিধার মধ্যে আছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দর বৃদ্ধি করা হলে তা হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’। কারণ এক্সেসরিজ খাতের উৎপাদন বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় আরও বৃদ্ধি করা হলে এক্সেসরিজের মূল্য আরেক দফা বাড়বে।

বিনিয়োগ এবং কর্মসংস্থানের স্বার্থে এ মুহূর্তে বিদ্যুতের দর না বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অর্থনীতিতে এক্সেসরিজ খাতের অবদানের কথা উল্লেখ করে বিজিএপিএমইএ সভাপতি বলেন, গত অর্থবছর রপ্তানি হওয়া ৩৪ বিলিয়ন ডলারের পোশাকের মধ্যে এক্সেসরিজের অবদান ১৮ শতাংশ বা ৭ বিলিয়ন ডলার। বিনিয়োগের পরিমাণ এখন ৩৫ হাজার কোটি টাকা। ৭ লাখ শ্রমিকের কর্মসংস্থান রয়েছে এ খাতে।