- অর্থনীতি
- গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে বিজিএমইএ
গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে বিজিএমইএ

গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ হিসেবে মন্তব্য করে বিজিএমইএ বলেছে, করোনার অভিঘাত এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এ প্রতিকূল পরিস্থিতিতে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো হলে অর্থনীতি এবং দেশের মানুষের ওপর বিরুপ প্রভাব পড়বে। করোনার অভিঘাত থেকে অর্থনীতির পুনরুদ্ধার বাধাগ্রস্ত হবে। চিঠিতে সই করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
চিঠিতে ফারুক হাসান বলেন, যদিও কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবিলা করে পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। তারপরও বিভিন্ন চ্যালেঞ্জ রয়ে গেছে। কাঁচামাল সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কনটেইনার ও জাহাজ ভাড়া অস্বাভাবিক বৃ্িদ্ধ -এরকম নানান চাপের মধ্যে আছে পোশাক খাত। এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এতে শিল্পের প্রতিযোগী সক্ষমতা কমে যাবে।
আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে চিঠিতে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আবার বাংলাদেশি পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপের বেশ কিছু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপে মানুষের প্রকৃত আয় কমছে। এতে চাহিদা কমতে কমতে পারে পোশাকের।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, গ্যাস এবং বিদ্যুতের দর হঠাৎ করে না বাড়িয়ে ক্রমান্বয়ে বৃদ্ধির দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হলে বিনিয়োগে উদ্যোক্তারা আরও বেশি আগ্রহী হবেন।
মন্তব্য করুন