বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আরও বেড়েছে। গত এপ্রিলে আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ বেড়েছে ১২ দশমিক ৪৮ শতাংশ।

আগের মাস মার্চে প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। গত এপ্রিল শেষে বেসরকারি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৬৩০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল ১১ লাখ ৬৪ হাজার ৩৩১ কোটি টাকা।

মূলত অতিমারি করোনার প্রভাব কাটিয়ে ওঠার পর বিনিয়োগের চাহিদা তৈরি হয়েছে। কেননা, কাঁচামাল ও মূূলধনি যন্ত্রপাতি আমদানি আগের চেয়ে অনেক বেড়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে বেড়েছে পণ্যমূল্যও। সবমিলিয়ে আমদানি ব্যয় নিষ্পত্তিতে ঋণের চাহিদা এখন বেশি। চলতি অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৪ দশমিক ৮০ শতাংশ।