একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট) বসছে আজ। এ অধিবেশনেই আগামী ৯ জুন ২০২২-২৩ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে এবার বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। নতুন অর্থবছরের বাজেটে জনগণের কষ্ট বা ভোগান্তি যাতে না বাড়ে, সে উদ্যোগ থাকছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। একই সঙ্গে ব্যবসা খাতের সম্প্রসারণ ধরে রাখতেও থাকছে বিভিন্ন প্রণোদনা।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪ লাখ ৩১ হাজার ৬৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যার মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ৭৪ হাজার ৪১২ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে ৮০ হাজার ২৭৫ কোটি টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ অর্থ বিভাগের ২ লাখ ৪৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন থাকছে।

মহামারিকালের অন্য অধিবেশনের তুলনায় এবার কিছুটা নিয়ামকানুন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র। করোনাকালের অধিবেশনের মতো এবার সংসদ সদস্যসহ সংশ্নিষ্ট সবার করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা থাকলেও রোস্টার ভিত্তিতে এমপিদের বৈঠকে অংশগ্রহণের বিষয়টি থাকছে না। এ বিষয়ে সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বলেন, বৈঠকে অংশ নিতে সংসদ সদস্যদের জন্য রোস্টার ব্যবস্থা এবার থাকছে না। করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকা সবাই বৈঠকে অংশ নিতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একবার নমুনা পরীক্ষা করানো হলে চার-পাঁচ কার্যদিবস বৈঠকে অংশগ্রহণের সুযোগ থাকবে। এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ অনান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন ছিল সংক্ষিপ্ত। সে তুলনায় এবার কার্যদিবস বেশি হওয়ার আভাস পাওয়া গেছে সংসদ সচিবালয় থেকে।

দুই বছর পর বসছে কার্যউপদেষ্টা কমিটি : সংসদের বৈঠক শুরু হওয়ার আগে অধিবেশনের মেয়াদ ও কার্যপরিধি ঠিক করতে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। এ কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কমিটির সদস্য। ২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর আর কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসেনি। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদের বৈঠকের সময়সূচি কমিটিতে নির্ধারিত হবে।

প্রথম দিনের কার্যসূচি :আজ রোববার প্রথম দিনের বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। প্রথম দিনে স্বাস্থ্য, নৌপরিবহন, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত প্রশ্নোত্তর রয়েছে। পাশাপাশি জরুরি জনগুরুত্বসম্পন্ন (৭১ বিধি) বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের নিষ্পত্তি করা হবে। এ ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে।