‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবার সারাবিশ্বে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। এই উদ্যোগের অংশ হিসেবে রোববার বিকেল চারটায় এনভায়রনমেন্টাল সাইন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় (ইএসডিএএ,খুবি) অনলাইন প্লাটফর্মে একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করে। যার আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশের উন্নয়ন; পরিবেশগত সমস্যা, সুযোগ ও প্রত্যাশা’।

ওয়েবিনারে বিশ্বের নামকরা গবেষক, উন্নয়ন ব্যক্তিত্ব, জাতিসংঘ, রেডক্রস ও রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন।

ওয়েবিনারে বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী ও ড. দিলিপ কুমার দত্ত, সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন সরকার, টরোন্ট বিশ্ববিদ্যালয়ের ড. মনিরুল মির্জা, কার্টিন বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াহিদুল বিশ্বাস, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরিবেশ ও এনার্জি ইউনিটের প্রধান পল মেকিলিয়ন, , ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির সনজিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জোবাইদুল কবির, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. সুফিয়া খানম প্রমুখ।

বক্তারা দুর্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনায় মানবিক সংগঠনের ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনার বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পানি খাতে অভিযোজনে সীমাবদ্ধতা ও তাদের মোকাবেলার উপায়, সুন্দরবনে ও বৃহত্তর বদ্বীপে সাম্প্রতিক উন্নয়নের প্রভাব ও সম্ভাব্য সমাধান, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবুজ অর্থায়নের ভূমিকা, বাংলাদেশের নিরাপত্তা ও পরিবেশ ইত্যাদির ওপর বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উম্মে তানিয়া সুলতানা মিমি, সহ-সভাপতি, (ইএসডিএএ, খুবি) ও প্রোগ্রাম ম্যানেজার, ব্র্যাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অনিমেষ গাইন, তথ্য ও প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা সম্পাদক, (ইএসডিএএ, খুবি) ও রিসার্চ ফেলো, এমআইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের সিনিয়র ম্যানেজার অদ্বিত শাহ দুর্জয়। 

এছাড়াও সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইএসডিএএ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এহসানুল হক ও ইউএনএইচসিআরের ন্যাশনাল কর্মকর্তা (পরিবেশ)।