তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তানজিল চৌধুরীকে আরও দুই বছরের (২০২২-২৪) জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

গত রোববার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তানজিল চৌধুরী ইস্টকোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন।

তানজিল চৌধুরী দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সিঙ্গাপুরে প্রাইম এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

তানজিল চৌধুরী কিংস কলেজ লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রি অর্জন করেন।